logo
news image

উচ্চ শিক্ষা সহায়তায় জে এ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক।।
বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তাদের আন্ডারগ্রাজুয়েট শেষ করার পর, উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে ইচ্ছুক। কিন্তু বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য টেস্ট (জিআরই, আইইএলটিএস, টোফেল.. ইত্যাদি) প্রয়োজন, সে সকল টেস্টের জন্য কিভাবে প্রস্তুতি শুরু করবে, নতুনরা অনেক সময় তা বুঝতে পারে না। অপর দিকে সাস্টের অনেক বড় ভাই বিশ্বের অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছেন অথবা অধ্যায়ন শেষে কর্মক্ষেত্রে যুক্ত হয়েছেন। তারা নতুন শিক্ষার্থীদের সহায়তা করতে চান কিন্তু নির্দিষ্ট একটা প্লাটফর্মের অভাবে তা সুন্দরভাবে করতে পারছেন না। অবস্থা বিবেচনা করে কয়েকজন সিনিয়র ও জুনিয়রের পরামর্শে SUSTian's Higher Study Help-SHSH ফেসবুক গ্রুপ খোলার সিদ্ধান্ত নেই।
গ্রুপে কাজ করার জন্য ভলানটিয়ার হয়তো পাওয়া যাবে, কিন্তু পরামর্শ ও দিক নির্দেশনা দেওয়ার জন্য অভিজ্ঞ এক/দুই জন দরকার। এ বিষয় নিয়ে যখন চিন্তা করতেছিলাম, তখন যে ব্যক্তির নাম প্রথমে চিন্তায় এসেছে, তিনি হলেন মুহম্মদ জে. এ. সিদ্দিকী স্যার। পূর্ব পরিচিত হওয়ায়, আমার জানা ছিলো, এমন একটি উদ্যোদের সাথে স্যারকে থাকতে বললে তিনি অমত করবেন না (উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের সহায়তা করতে উনার উদারতা আমি দেখেছি)। তাই হলো, স্যার আমাদের সাথে কাজ করার জন্য রাজী হলেন। তিনিই হলেন আমাদের গ্রুপের পরামর্শ দাতা।
আমাদের গ্রুপটি পরিচালনা করার জন্য রয়েছেন Mahmoud Ibn Sadeque, চীন থেকে যুক্ত আছেন Naayeem Sarker এবং যুক্তরাষ্ট্র থেকে Rupom Bhattacharjee । এছাড়াও অন্য কোনো সাস্টিয়ান যদি আমাদের কাজের সাথে যুক্ত হতে চান, তবে কোন বিষয়ে কাজ করতে আগ্রহী তা জানাতে পারেন আমাদের ইনবক্সে।
গ্রুপের মাধ্যমে উচ্চ শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি অনলাইন ও অফলাইন সেমিনার করার ইচ্ছে রয়েছে। এরই প্রথম উদ্যোগ হিসেবে আমাদের প্রথম অনলাইন সেমিনার ১৪ মে ২০২০ বিকাল ৩:০০ টায় অনুষ্ঠিত হবে। "অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা" বিষয়ক এ "লাইভ টক" পরিচালনা করবে Mahmoud Ibn Sadeque এবং বক্তা হিসেবে আলোচনা করবেন মুহম্মদ জে. এ. সিদ্দিকী স্যার । অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী সকল সাস্টিয়ানকে সেমিনারে অংশগ্রহণের জন্য আহবান জানাচ্ছি।
আমরা আপদত, শুধু সাস্টিয়ানদের নিয়ে কাজ করতেছি, পরবর্তীতে অন্যদেরও যুক্ত করার চেষ্টা করবো। তবে লাইভ আলোচনা মাঝে মাঝে বক্তাদের অনুমোতিক্রমে পাবলিক করা হবে।
কোনো প্রশ্ন থাকলে ইনবক্স খোলা আছে। ধন্যবাদ।

সাম্প্রতিক মন্তব্য

Top