logo
news image

ঈশ্বরদীতে জেলা যুব মহিলা লীগের খাদ্যসামগ্রী বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে পাবনা জেলা যুব মহিলা লীগের উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কেহিনূর ফেরদৌস কণা ঈশ্বরদী পূর্ব টেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে, ফকির বটতলা ও বড়ইচারা গ্রামে হতদরিদ্র ও নিম্নআয়ের নারী-পুরুষের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্যসমাগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও সাবান।
ত্রাণ বিতরণের সময় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, ঈশ্বরদী যুব মহিলা লীগের আহব্বায়ক ও ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি প্রমূখ নারী নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য