logo
news image

জুনিয়র শিক্ষা সমাপনীতে লালপুরে ২৭ প্রতিষ্ঠানে বৃত্তি পেল ১১০ জন

নিজস্ব প্রতিবেদক।।
২০১৯ সালের জুনিয়র শিক্ষা সমাপনী পরীক্ষায় নাটোরের লালপুরে লালপুরে ২৭ প্রতিষ্ঠানে বৃত্তি পেল ১১০ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪৯ ও সাধারনে ৬১ জন বৃত্তি পেয়েছে।
নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ১৫ ও সাধারনে ১১, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ১৪ ও সাধারনে ৮, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ৬ ও সাধারনে ৬, বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ৫ ও সাধারনে ৫, কলসনগর উ”চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ১ ও সাধারনে ৬, গৌরীপুর উ”চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ১ ও সাধারনে ৫, আব্দুলপুর মেশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ২ ও সাধারনে ১, রাকসা উচ্চ বিদ্যালয় ট্যালেন্টপুলে ২, চকনাজিরপুর উচ্চ বিদ্যালয়, দুড়দুড়িয়া উচ্চ বিদ্যালয় ও ওয়ালিয়া হাকিমন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় হতে ট্যালেন্টপুলে একজন করে বৃত্তি লাভ করেছে। এছাড়াও মোহরকয়া উচ্চ বিদ্যালয় সাধারনে ৫, করিমপুর সরকারী উচচ্ বিদ্যালয় সাধারনে ৪, মঞ্জিলপুকুরচ্চচ্ বিদ্যালয়, লক্ষণবাড়ীয়া উচচ্ বিদ্যালয়, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয় হতে ২ জন করে এবং পাইকপাড়া উচ্চ বিদ্যালয়, শালেস্বর উচ্চ বিদ্যালয় ও আড়বাব নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হতে একজন করে সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top