logo
news image

ঈশ্বরদীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওসাকা’র খাদ্যসামগ্রী বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
করোনা পরিস্থিতিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওসাকা’ ঈশ্বরদীতে কর্মহীন ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। শনিবার ও রবিবার এই সংস্থা মোট ২,৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিভিন্ন এলাকায় নিজস্ব সংগঠনের কর্মী ছাড়াও অন্যান্য সামাজিক সংগঠনের মাধ্যমে অসহায় মানুষের হাতে তুলে দেয়।
সংস্থার নির্বাহী পরিচালক মজিদ মাহমুদ জানান, পাবনার জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে ১,২০০ প্যাকেট এবং ওসাকার কার্যালয় এলাকার চরগড়গড়ি, আওতাপাড়া ও কামালপুরে ৭০০ পরিবারকে এই সহয়াতা দেয়া হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, ঈশ্বরদী প্রেসকাবসহ আরো কয়েকটি সামাজিক সংগঠনের মাধ্যমে ৬০০ প্যাকেট বিতরণ করা হয়। মোট ২০ লাখ টাকা মূল্যের এসব খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ ও ২টি সাবান। সংস্থার পহেলা বৈশাখের জন্য সংরক্ষিত অর্থ এবং তহবিল হতে এই সাহায্যের সংস্থান করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top