logo
news image

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকৌশলী গুরুতর আহত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত অবস্থায় বোম প্লেসার মাথায় পড়ে এক প্রকৌশলী গুরুতর আহত গুরুতর আহত হয়েছে। আব্দুল মবিন (৩৫) নামের এই প্রকৌশলী ভারতীয়  সাব-ঠিকাদারী প্রতিষ্ঠান ‘পাহারপুর কুলিং টাওয়ার’ নামক প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস ঘটনা নিশ্চিত করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে কুলিং টাওয়ারে ২,৯০০ লোডের ঢালাইয়ের কাজ করার সময় বোম প্লেসার ভেঙ্গে ওই প্রকৌশলীর মাথার উপর পড়লে এই দুর্ঘটনা ঘটে। এই অবস্থায় প্রকল্পের মেডিকেল সেন্টারে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।  জনৈক কেরামত আলী খানের পুত্র আব্দুল মবিনের বাড়ি পাবনা সদর থানার টেবুনিয়া মজিদপুর গ্রামে।

পাবনায় তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে রাজশাহীতে নেয়া হচ্ছে। সেখাান থেকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার প্রচেষ্টা চলছে বলে জানা গেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top