logo
news image

চারিত্রিক অবক্ষয়: ঈশ্বরদীর দাশুড়িয়ার যুবলীগ নেতা বহিস্কার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
চারিত্রিক অবক্ষয়ের কারণে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মিন্টুকে সাময়িক বহিস্কার করেছে পাবনা জেলা যুবলীগ। বুধবার পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী
আলী মতুজা বিশ্বাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিক স্বাক্ষরিত এক পত্রে মাসুদ রানা মিন্টুকে সাময়িক বহিস্কার করা হয়।
পত্রে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার অর্ন্তগত  ঈশ্বরদী উপজেলার দাশুড়িায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাসুদ রানা মিন্টুর চারিত্রিক অবয়জনিত কারণে এবং  যুবলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করায় আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে এবং পাবনা জেলা যুবলীগ শাখার জরুরী সিদ্ধান্ত মেতাবেক দলীয় সকল পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িক বহিস্কার করা হলো।
প্রসঙ্গত: পরকীয়া প্রেমিকার সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় গত মঙ্গলবার ঈশ্বরদী উপজেলার  দাশুড়িয়া ট্র্রাফিক মোড় এলাকার  জনৈক আফজাল দেওয়ানের বাড়িতে দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মাসুদ রানা মিন্টুকে হাতে-নাতে আটক করে এলাকাবাসী। এই ঘটনা বিভিন্ন অনলাইন ও পত্রিকায় প্রকাশিত হয়। এতে যুবলীগের গৌরবাজ্জল ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় জেলা কমিটি জরুরী সভায় বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করে।

সাম্প্রতিক মন্তব্য