logo
news image

বড়াইগ্রামে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
করোনা দূর্যোগ মোকাবেলায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভায় ওএমএস ডিলার মাধ্যম ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা রোডে মেসার্স শরিফুল ট্রেডার্সে চাল বিক্রির উদ্বোধন করেন স্থাণীয় সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও আনোয়ার পারভেজ, বনপাড়া পৌর মেয়র জাকির হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিকাশ কুমার প্রামাণিক, ওসিএলএসডি তন্ময় কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, ওএমএস ডিলার শরিফুল ইসলাম প্রমূখ।
খাদ্য নিয়ন্ত্রক বিকাশ প্রামাণিক জানান, সপ্তাহে তিনদিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার প্রতিজন ডিলার ১০০০ কেজি করে চাল বিতরণ করবেন। চাল নিতে ভোক্তাকে পৌরসভার বাসিন্দা হতে হবে এবং নিজ নিজ এনআইডির কপি সাথে আনতে হবে। প্রতিজন সপ্তাহে ৫ কেজি করে চাল নিতে পারবেন।

সাম্প্রতিক মন্তব্য

Top