logo
news image

রাতের আঁধারে লালপুরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার প্রায় অর্ধশত অসহায়, অস্বচ্ছল ও বিধবাদের মাঝে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী (চাউল, ডাউল, তেল, আটা, চিড়া, সাবান ও খাবার স্যালাইন) বিতরণ করেছে লালপুর উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সাদামাটা উন্নয়ন সংস্থা’র একদল নিবেদিতপ্রাণ যুবক।
সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার ১ নং লালপুর ইউনিয়নের উত্তর লালপুর, সন্তোষপুর, রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া, রামানন্দপুর, বালিতিতা মহেশপুরসহ বিভিন্ন গ্রামের অসহায়, অস্বচ্ছল ও বিধবামহিলাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি।
সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সরোয়ার হোসেন ইশতিয়াক এর নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিডি সমাচার ২৪ ডটকম-এর সহকারী সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, সংস্থার অন্যতম সদস্য প্রতাপ কুমার দাস, মুক্তার হোসেন, শুভ্র কুমার সরকার, লিটন হোসেন, বায়েজিদ বোস্তামি, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান মানিক প্রমুখ। সংগঠনের সকল সদস্যদের  সহোযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা যায়। চলমান সংকট মোকাবিলায় এই সংগঠনটি শুরু থেকে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

সাম্প্রতিক মন্তব্য

Top