logo
news image

পাবনা জেলা পরিষদের উদ্যোগে ঈশ্বরদীতে ত্রাণ বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
পাবনা জেলা পরিষদের উদ্যোগে ঈশ্বরদীতে করোনাভাইরাস সংক্রমণ রোধে সবকিছু বন্ধ থাকায় বিপদে পড়া কর্মহীন অসহায় মানুষদের মধ্যে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখেই ত্রাণ বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে অরণকোলা এলাকায় ১০০ পরিবারের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, তেল, লবণ, হলুদ, মরিচ, সাবান ও আলু বিতরণ করেছেন জেলা পরিষদের সদস্য ও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক, ঈশ্বরদী নিউজটুয়েন্টিফোর.নেট প্রধান সম্পাদক শফিউল আলম বিশ্বাসএ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী নিউজটুয়েন্টিফোর.নেট সম্পাদক আসাদুজ্জামান আসিফ ও মেঘলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মজিদুল ইসলাম প্রমুখ
জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১০০ দিন মজুরের তালিকা তৈরি করে তাদের নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ছোট শিশু রয়েছে তাঁদের জন্য দুধের ব্যবস্থা করা হবে

সাম্প্রতিক মন্তব্য

Top