logo
news image

নির্দেশনা না মানায় ঈশ্বরদীতে ২ ব্যবসায়ীকে জরিমানা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
সরকারি নির্দেশনা না মানায় ঈশ্বরদী বাজারের ২ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব রায়হান এই অভিযান পরিচালনা করেন।
শিহাব রায়হান জানান, উপজেলার সব মার্কেট, শপিংমল, বাণিজ্য কেন্দ্র, আবাসিক হোটেল, সাপ্তাহিক হাট, পশুর হাটসহ জনসমাগম বন্ধের নির্দেশনা দেয়া হযেছিল। কিন্তু সেই নির্দেশনা উপো করে ঝুঁকিপূর্ণ ভাবে ব্যবসা পরিচালনা করায় মের্সাস উৎপল ষ্টোরকে ২ হাজার টাকা ও স্পেশাল লেডিস টেইলার্সের স্বত্বাধিকারীকে অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় কার্যক্রম তদারকি করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। তিনি বলেন, ‘করোনাভাইরাস রোধ করার প্রথম কাজ হচ্ছে ঘরে থাকা। অন্যের সংস্পর্শ থেকে মুক্ত থাকা। করোনা ভাইরাসের বৈশিষ্ট্য হলো, এক দেহ হতে আরেক দেহে সংক্রমিত হওয়া। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু এখানে তা মানা হচ্ছিল না।

সাম্প্রতিক মন্তব্য

Top