logo
news image

বড়াইগ্রামে খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি ছাত্রদল নেতা সুমন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে করোনার ভাইরাসের ফলে ক্ষতিগস্থ দুস্থ মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন উপজেলা ছাত্রদল নেতা শাহাদত উল্লাহ সুমন। বৃহস্পতিবার উপজেলার গড়মাটি এলাকার বাড়ি বাড়ি ঘুরে তিনি এসব সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, ডাল, আলু ও ভৈজ্য তৈল। এ সময় তার সঙ্গে ছাত্রদল নেতা সুমন ও সাজন উপস্থিত ছিলেন।
খাদ্য সঙ্গে বিতরণ শেষে ছাত্র নেতা শাহাদত উল্লাহ সুমন বলেন, আমরা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের নির্দেশে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি আছি। সামর্থ্য অনুযায়ী আমাদের সবাইকে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিত।

সাম্প্রতিক মন্তব্য

Top