প্রথম আলোর বাউফল প্রতিনিধির ছেলে ও মেয়ে বৃত্তি লাভ
নিজস্ব প্রতিবেদক।।
দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক পটুয়াখালীর বাউফল উপজেলা প্রতিনিধি, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম মিজানুর রহমানের ছেলে ও মেয়ে দুজনেই বৃত্তি পেয়েছে। ২০১৯ সালে অনুষ্ঠিত অষ্টম শ্রেণির (জেএসসি) পরীক্ষায় ছেলে মু. আশিকুর রহমান আফফান ট্যালেন্টপুলে ও একই বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় মেয়ে কারিমা সুলতানা সাধারণ বৃত্তি পেয়েছে। তারা দুজনেই জিপিএ-৫ পেয়েছে।
এর আগে আফফান পঞ্চম শ্রেণিতেও জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পায়।
আফফান বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কারিমা বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আফফান পড়াশুনা করে সেনাবাহিনীর বড় কর্মকর্তা হতে চায়। আর কারিমা হতে চায় বিচারক।
তাদের মা শারমিন সুলতানা শামিমা বাউফল পৌরসভার পশ্চিম বাউফল নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
দুই সন্তানের ভালো ফলাফল ও বৃত্তির জন্য সংশ্লিষ্ট দুই বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের বাবা মিজানুর রহমান ও মা শারমিন সুলতানা শামিমা। প্রথম আলোর সাংবাদিক এবিএম মিজানুর রহমানের ছেলে এবং মেয়ে বৃত্তি পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন যায়যায়দিনের বাউফল প্রতিনিধি মোঃ কামরুল হাসান।
সাম্প্রতিক মন্তব্য