logo
news image

ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে কর্মরত বেলারুশ নাগরিক করোনা ভাইরাস মুক্ত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত করোনা সন্দেহভাজন বেলারুশ নাগরিককে পরীক্ষার পর তাঁর শরীরে করোনা ভাইরাসের কোন জীবানু পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান অর্গেনএনার্গোস্ত্রয়ীর প্রধান মিখাইল নিফনটভ-এর  বরাত দিয়ে বেলারুশিয়ান  চুপ্রিম ভিচেশ্লাভ (৩৭)এর শরীরে করোনার কোন জীবানু নেই বলে নিশ্চিত করেছেন। বুধবার রাত ১০টার পর ঈশ্বরদীর নারিচা এলাকায় রাশিয়ানদের ভাড়াকৃত ‘হাউস-টু’-এ বসবাসরত ওই বিদেশীকে পরীক্ষার জন্য জরুরী ভিত্তিতে ঢাকায় নেয়া হয়। ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার তাকে জরুরী ভিত্তিতে পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় তার শরীরে করোনার কোন জীবানুর উপস্থিতি নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। চুপ্রিম ভিচেশ্লাভ টনসেলের প্রদাহে  ভুগছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়। অর্গেনএনার্গোস্ত্রয়ীর চিকিৎসক ডা: সের্গেই মারজভসকে চুপ্রিম ভিচেশ্লাভ জানিয়েছিলেন, আগে তাঁর গলায একটি অপারেশন হযেছিল।  তবে তাকে হোম কোয়রেন্টাইনে রাখার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
প্রসঙ্গত: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত করোনা বেলারুশীয় এই নাগরিককে  বুধবার রাতে ঢাকায় নেয়া হলে ওই বাড়ির গেটে তালা লাগিয়ে লক ডাউন এবং পুলিশ মোতায়েন করা হয়। ওই বাড়িতে প্রকল্পে কর্মরত ১৫/১৬ জন বিদেশী নাগরিক বসবাস করে। বৃহস্পতিবার এই ঘটনা সম্পর্কিত রিপোর্ট বিভিন্ন অনলাইনে প্রকাশিত হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top