logo
news image

ঈশ্বরদীতে যুবলীগ ও ছাত্রলীগের মাস্ক বিতরণ ও জীবানুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার হতে মাস্ক বিতরণ ও জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম শুরু হয়েছে। পোষ্টঅফিস মোড়ে যুবলীগ ও ছাত্রলীগের কার্যালয়ের সামনে থেকে এই কার্যক্রম শুরু হয়। এসময় নিম্নআয়ের  মানুষদের মধ্যে পাঁচ শত মাস্ক বিতরণ করা হয়েছে। পরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্লিচিং পাউডার ও স্যাভলন মিশ্রিত জীবানুনাশক স্প্রের মাধ্রমে বিভিন্ন এলাকায় ছিটানোর কার্যক্রম করে  যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
যুবলীগ ও ছাত্রলীগ নেতারা জানান, প্রত্যেক ওয়ার্ড ও ইউনিয়নে জীবানুনাশক স্প্রের ছিটানোর কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুলহ হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এই কার্যক্রমে অংশ গ্রহন করেন।

সাম্প্রতিক মন্তব্য