logo
news image

লালপুরে দলীল লেখক সমিতির কলম বিরতি

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে সাব-রেজিস্ট্রাটের দূর্নীতি হয়রানি ও নির্যাতনসহ নানা অনিয়মের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি ডাক দিয়েছে দলীল লেখক সমিতি। সোমবার (২৩ মার্চ) সকাল থেকে এই ডাক দেওয়া হয় । এতে জমি রেজিস্ট্রি করতে এসে দূরভোগে পড়চ্ছে ভুক্তভুগীরা।
জানা যায়, সাব-রেজিস্ট্রার ওবায়দুর রহমান দীর্ঘ দিন থেকে প্রতিটি দলীল রেজিস্ট্রি করতে অতিরিক্ত টাকা আদায় এবং রেজিস্ট্রি করতে আসা ভুক্তভোগীদের নানা ভাবে হয়রানি ও নির্যাতন করে আসছেন।
এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি ডাক দিয়েছে দলীল লেখক সমিতি। এ বিষয়ে লালপুর উপজেলা দলীল লেখক সমিতির যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, দূর্নীতিবাজ সাব-রেজিস্ট্রাট এর বিরুদ্ধে আমরা দলীল লেখক সমিতি কলম বিরতি ডাক দিয়েছে । তিনি আরো বলেন, তাকে বদলী বা অপসারন না করা পর্যন্ত আমার এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।

সাম্প্রতিক মন্তব্য

Top