logo
news image

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী মোড়ে সংঘঠিত সড়ক দুর্ঘটনায় টনি ফকির (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) তাঁর মৃত্যু হয়। টনি উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মহিদুল ফকিরের ছেলে। দুর্ঘটনায় নিহত টনির বন্ধু শাকিব আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 প্রতিবেশি সাহাদত হোসেন সাদু মন্ডল জানান, রবিবার সন্ধ্যার দিকে টনি তার বন্ধু শাকিবকে সাথে নিয়ে দাশুড়িয়ায় কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। ভাড়ইমারী মোড় পার হওয়ার সময় রাস্তার অপর পাশে বেঁধে রাখা ছাগলের দড়িতে মোটর সাইকেল আটকে গেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে । এসময় গাছের সাথে লেগে দুই বন্ধু আহত হয়। এলাকাবাসী উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যান। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে টনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাম্প্রতিক মন্তব্য