logo
news image

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে নতুনকুঁড়ির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্ম শতবার্ষিকী উপলক্ষে জন্মদিনের কেক কাটা, তাঁর রাজনৈতিক জীবনের উপর আলোচনা, ফাতেহা পাঠ শেষে দোয়া মাহফিল এবং তবারক বিতরন করে নাটোরের লালপুরের স্বেচ্ছাসেবি সংগঠন নতুনকুঁড়ি বহুমূখী সমবায় সমিতি লিমিটেড।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নতুনকুঁড়ি বহুমূখী সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে সমিতির সহ-সভাপতি জনাব মোঃ ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমিতির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ঋণ বিভাগের পরিচালক মোঃ হাফিজুর রহমান, প্রশাসন বিভাগের পরিচালক মোঃ শরিফুল ইসলাম রাজন, ম্যানেজার শ্রী বিমল কুমার সরকারসহ সমিতির সদস্যবৃন্দ।

সাম্প্রতিক মন্তব্য

Top