logo
news image

বড়াইগ্রামে আগুনে পুরে নিঃসহ ২ পরিবার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরে বড়াইগ্রামের অগ্নিকান্ডে নিঃসহ হয়েছে গেচে দু’টি পরিবার। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার  নিতাইনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিঃস পরিবার দুটি হচ্চে মোবারক হোসেনের পুত্র জিয়ারুল ইসলাম ও শাহীন হোসেনের। আগুনে পুরে মারা গেছে একটি গরু ও দুইটি ছাগল,  দু’টি পরিবারের ৫ খানা টিনসেড ঘর ও ঘরে থাকা আনুমানিক তিন লক্ষ টাকার দ্রব্য-সামগ্রী। 
ঘটনাস্থলে সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শী ময়লাল হোসেন জানান, সোমবার  সন্ধ্যায় জিয়ারুলের গোয়াল ঘর থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয় এবং তা দ্রæত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক জিয়ারুল ইসলাম জানান, মশার কামড় থেকে রক্ষার জন্য গোয়াল ঘরে কয়েল দেওয়া হয়েছিল। সেই কয়েল বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। এতে আমার আনুমানিক ২ লক্ষ এবং শাহিন হোসেনের ১ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুস সালাম জানান, খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে দুটি পরিবারের আনুমানিক দুই লাক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে।
সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু, ইউপি সদস্য কার্ত্তিক চন্দ্র সরকার বিশ্বাস। তারা পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top