logo
news image

শাবির সমাজকর্ম বিভাগে নতুন বিভাগীয় প্রধান ইসমাইল হোসেন

নিজস্ব প্রতিবেদক, শাবি।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগে নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. ইসমাইল হোসেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার সময় সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফয়সল আহম্মেদ নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমাইল হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এরপর সমাজকর্ম সমিতি কর্তৃক আয়োজিত ‘ফেয়ারওয়েল অ্যান্ড রিসিপশন’ অনুষ্ঠানে সদ্য বিদায়ী ও নতুন বিভাগীয় প্রধানকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক তুলসী কুমার দাস, আ. ক. ম. মাহবুবুজ্জামান, আমিনা পারভীন, মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, সৈয়দা সুলতানা পারভীন, সহযোগী অধ্যাপক ড. আলী ওয়াক্কাস, সমাজকর্ম সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী প্রমুখ।
বিদায়ী বিভাগীয় প্রধান ড. ফয়সাল আহম্মেদ বলেন, ‘সমাজকর্ম বিভাগে এখনো পর্যন্ত কোনো সেশনজট নেই, অবকাঠামোগত দিক থেকেও এ বিভাগ এখন অনেক উন্নত, তাই ছাত্র-শিক্ষক সবার প্রচেষ্টায় এ বিভাগ এক অনন্য উচ্চতায় উঠবে এ প্রত্যাশাই করি।’
নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, ‘অতীতেও সমাজকর্ম বিভাগের অনেক উন্নতি হয়েছে এবং আগামীতেও বিভাগে যুগোপযোগী উন্নতি সাধিত হবে, বিভাগের উন্নতির জন্য ছাত্র-শিক্ষক উভয়েরই সম্মিলত প্রচেষ্ঠা প্রয়োজন।’
নতুন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমাইল হোসেনকে শাবি সমাজকর্ম এলামনাই এসোসিয়েশন, শাবি সমাজকর্ম সমিতি, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top