logo
news image

বিডিএসটিইএম’র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাবি।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স (বিডিএসটিইএম)’ এর আঞ্চলিক কমিটি ঘোষিত হয়েছে।
নবগঠিত এ কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন শাবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আযহারুল আরাফাত।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, নবনির্বাচিত আহ্বায়ক অধ্যাপক ড. মো. মস্তাবুর রহমান।
কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন, যুগ্ম-আহ্বায়ক পদে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খান, কোষাধ্যক্ষ পদে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম।
এছাড়া সদস্য পদে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোশতাক আহমেদ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফুল ইলাহী কাওছার, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আহমেদ, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান কবির, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোকুল চন্দ্র দাশ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিশির কান্তি প্রামাণিক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. ইফতি খায়রুল আমিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাফিজা আনজুম।
উল্লেখ্য, টেকসই উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে জাতিসংঘ। আর জাতিসংঘের এ ঘোষণাকে বাস্তবায়নের লক্ষ্য সহযোগী হিসেবে কাজ করছে ‘বিডি-এসটিইএম’।

সাম্প্রতিক মন্তব্য

Top