logo
news image

ঈশ্বরদীর ৩টি বালু মহল ও অবৈধ পুকুর খনন কাজে অভিযান

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ভ্রাম্যমান আদালত ঈশ্বরদীর ৩টি বালু মহল ও অবৈধ পুকুর খনন কাজে অভিযান চালিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকার বালু জব্দ ও ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জানান, সোমবার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের তিনটি অবৈধ বালু মহলে অভিযান চালানো হয়। অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের এসময় পাওয়া যায়নি। উত্তোলিত বালু জব্দ করে প্রকাশ্য নিলামে ভ্যাটসহ ৩ লাখ ৬০ হাজার টাকায় এই বালু বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
এদিকে দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে বিনা অনুমতিতে ফসলী জমির মাটি কেটে অবৈধভাবে পুকুর তৈরীর ঘটনায় ছাইদার বিশ্বাসের পুত্র শহীদুল্লাহকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন’২০১০ এর ৪ (খ) ধারা অমান্য করায় ১৫ এর (১) ধারায় এই দন্ড প্রদান করা হয়। ভবিষ্যতে জেলা প্রশাসকের অনুমতি ব্যতিরেকে আবারও আইন অমান্য করা হলে ভ্রাম্যমান আদালত জরিমানার সাথে সাথে কারাদন্ডের শাস্তি প্রদান করবে। বালু মহলসহ অন্যান্য ক্ষেত্রে অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যজিষ্ট্রেট মমতাজ মহল জানিয়েছেন ।

সাম্প্রতিক মন্তব্য

Top