logo
news image

লালপুরে ইটভাটায় ব্যাবের অভিযানে ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে ছয়টি ইটভাটায় অভিযানে ইটভাটা ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ সূত্র জানায়, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি এস এম জামিল আহমেদ, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) ও মোঃ খালিদ হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, নাটোর এর যৌথ নেতৃত্বে ২৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখ ১১:০০ ঘটিকা হতে ১৫:৩০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার লালপুর থানাধীন ১। এবিএম ইটভাটা, রামকৃষ্ণপুর, ২। ভিআইপি ইটভাটা, মঞ্জিল পুকুর, ৩। এনএবি ইটভাটা, রামকৃষ্ণপুর, ৪। এএইচবি ইটভাটা, পাইকপাড়া, ৫। এমআরএ ইটভাটা, আব্দুলপুর, ৬। এইচবিসি ইটভাটা, আব্দুলপুর-এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে ১। এবিএম ইট ভাটার মালিককে ২ লাখ টাকা, ২। ভিআইপি ইট ভাটার মালিকাকে ১ লাখ টাকা, ৩। এনএবি ইট ভাটার মালিককে ১ লাখ টাকা, ৪। এএইচবি ইট ভাটার মালিককে ১ লাখ টাকা, ৫। এমআরএ ইট ভাটার মালিককে ২ লাখ টাকা, ৬। এইচবিসি ইট ভাটার মালিককে ১ লাখ টাকা সর্বমোট ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের কোন বৈধ লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালতের নির্দেশে এই জরিমানা আদায় করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top