logo
news image

র‌্যাবের অভিযানে ৪ হাজার লিটার চোরাই ট্রেনের ডিজেলসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক।।
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল নাটোরের লালপুরের তিতিয়া আবেদ মোড় ও পাবনার ঈশ^রদীর ফতেহ মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার লিটার চোরাই ট্রেনের ডিজেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।
র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ সূত্র জানায়, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি এস এম  জামিল আহমেদ, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে অদ্য ২৫ ফেব্রুয়ারি রাত ১টা হতে ভোর ৫টা পর্যন্ত নাটোর জেলার লালপুর থানাধীন তিতিয়া আবেদ মোড় এবং পাবনা জেলার ঈশ^রদী থানাধীন ফতেহ মোহাম্মদপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে (ক) চোরাই ট্রেনের জ্বালানী (ডিজেল) ৪ হাজার ৩০ লিটার, (খ) মোবাইল-০৩ টি, (গ) সিম কার্ড- ০৫ টি, (ঘ) ইজি বাইক-০১ টি সহ আসামী ১। মোঃ আবেদ আলী মন্ডল (৫৫), পিতা- মৃত সামাদ আলী মন্ডল, ২। মোঃ মুক্তার হোসেন, পিতা- মৃত নবীর আলী, উভয় সাং- দহরশৈলা, থানা-লালপুর, জেলা-নাটোর, ৩। মোঃ মিজানুর রহমান (৫৫), পিতা- মৃত গোলাম রহমান, ৪। মোঃ কামাল হোসেন (৩০), পিতা- মোঃ আব্দুল গাফফার, ৫। মোঃ শাহজাদা (৪৫), পিতা-মৃত মুসা, সর্ব সাং-ফতে মোহাম্মদপুর, থানা-ঈশ^রদী, জেলা-পাবনাগণকে হাতেনাতে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত চোরাই জ¦ালানী (ডিজেল) ব্যবসায়ীগণ জব্দকৃত জ¦ালানী (ডিজেল) বিক্রির উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে।
এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় ও পাবনা জেলার ঈশ^রদী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top