logo
news image

বড়াইগ্রামে উন্মুক্ত পদ্ধতিতে ভাতা কার্ড যাচাই বাছাই

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রাম সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতার উন্মুক্ত পদ্ধতিতে যাচাই বাছাই করা হয়েছে। গতকাল জোনাইল ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্ত¡রে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস এই কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।

সমাজসেবা সুত্রে জানাযায়, উপজেলার সকল ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতীতে যাচাই বাছাই করার অংশ হিসেবে জোনাইল ইউনিয়নে সকল ওয়ার্ডের বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতার জন্য জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল  বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধী এই কার্যক্রমের আওতায় আসবে। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুস সোবাহান হারেস, ইউনিয়ন যুবলীগ সভাপতি বুলবুর আহম্মেদ উপস্থিত ছিলেন। 

সাম্প্রতিক মন্তব্য