logo
news image

দ্বিতীয় যমুনা-পদ্মা বহুমূখী ওয়াই আকৃতির লিংক সেতু বাস্তবায়নের দাবীতে ঈশ্বরদীতে মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
দ্বিতীয় যমুনা-পদ্মা বহুমূখী ওয়াই আকৃতির লিংক সেতু বাস্তবায়নের দাবীতে সোমবার ঈশ্বরদীতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা উন্নয়ন ফোরামের আয়োজনে "গিনেস বুক অব ওয়ার্ল্ড " অর্ন্তভূক্তির লক্ষ্যে দীর্ঘ ১৪০ কিলোমিটার ব্যাপী এই ঐতিহাসিক মানববন্ধন ঈশ্বরদী উপজেলায় জিরো পয়েন্ট হতে ভবানীপুর পর্যন্ত রচিত হয়।  
এসময় শহরের পোষ্ট অফিস মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরজ্জামান বিশ্বাস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা প্রমূখ।। সভায় বক্তরা আরিচা- মানিকগঞ্জ- কাজিরহাট/ নগরবাড়ি-পাবনা-দৌলতপুর- রাজবাড়ি সংযোগকারী দ্বিতীয় যমুনা-পদ্মা বহুমুখী ওয়াই আকৃতির সেতু বাস্তবায়নের দাবী জানিয়েছেন।

সাম্প্রতিক মন্তব্য