logo
news image

বার্ষিক সদস্য সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩৬তম বার্ষিক সদস্য সভা গতকাল শনিবার সমিতির সদর দপ্তর নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। 
সভায় কোষাধ্যক্ষ জামিল হোসেন জানান, গত অর্থবছরে অত্র সমিতিতে প্রতি ইউনিট বিদ্যুৎ বিলে দশমিক ১৬ পয়সা ঘাটতিতে বিক্রি হয়েছে। সেই মোতাবেক অত্র সমিতির মোট ঘাটতির পরিমান ৪ কোটি ৫৫ লাখ ৫১ হাজার ৬৯৮ টাকা।
সমিতি বোর্ডের সভাপতি ওয়াছেক আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জিএম মোমীনুল ইসলাম। চেয়ারম্যানের বাণী পাঠ করে শুনান নির্বাহী প্রকৌশলী সাব্বির ফেরদৌস। প্রধান অতিতির বক্তৃতা করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অন্যদের মধ্যে বক্তৃতা করেন এলাকা পরিচালক ফাদার বিকাশ, জহুর আহমেদ, সোহরাব হোসেন, শিউলী রাণী মৈত্র প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য