logo
news image

চীনে মুক্তি পাচ্ছে শুক্রবারে ‘বজরঙ্গি ভাইজান’

দুই বছর আগে বলিউডের ব্লকবাস্টার ছবি ‘বজরঙ্গি ভাইজান’ এই ছবির পর থেকে বলিউডে 'ভাইজান' খেতাব পান ছবির সুপারস্টার সালমান খান। আগামী শুক্রবার ছবিটি চীনে মুক্তি দেওয়া হবে বলে নিশ্চিত করেছে ভারতের জাতীয় সম্প্রচার ও পরিবেশক সূত্র। কবির খান পরিচালিত এ ছবিতে আরো আছেন কারিনা কাপুর খান। 

 

ছবিটির বিষয়ে চীনের গণমাধ্যম সিনহুয়া জানায়, ছবিটি চীনের বাজারের মুক্তির বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। 

 

এ বিষয়ে চীনের জাতীয় আর্ট একাডেমির গবেষক ডিং ইয়াপিং বলেন, আমরা হলিউড এবং বলিউডের ছবি থেকে তাদের নির্মাণশেলী শেখার চেষ্টা করি। তাদের ভাবনাগুলো আমাদের মাঝে সম্প্রসারিত করার চেষ্টা করি। সোজা কথা, আমরা তাদের কাছ থেকে শিখি। আর তাই আমরা ভালো কিছু ছবি আমাদের দেশে প্রদর্শনের অনুমতি দিই।

 

উল্লেখ্য, এর আগে আমির খানের ছবি ঝড় তোলে চীনের বাজারে। আমিরের ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ চীনে ব্লকবাস্টার হিট হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top