logo
news image

নাটোরে দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  ।।
নাটোরের বড় হরিশপুর ইউনিয়নের পাইকেরদোল গ্রামে আভা ডেভেলপমেন্ট সোসাইটি এর আয়োজনে আন্তর্জাতিক ধান গবেষনা ইন্সটিটিউট এর আর্থিক সহযোগিতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) বিকেলে পাইকেরদোল বাঁশতলা মোড়ে আভা ডেভেলপমেন্ট সোসাইটি এর তথ্য সংগ্রহকারি শরিফুল ইসলাম সুমনের এর সভাপতিত্বে মাঠ দিবস আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আভা ডেভেলপমেন্ট সোসাইটি এর কো-অর্ডিনেটর  মোঃ মেসবাহুল হক। বিশেষ অতিথি ছিলেন নাটোর সদর শংকরভাগ বøকের উপসহকারি কৃষি অফিসার মোছাঃ ফারহানা ইয়াসমিন,বড় হরিশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আছলামুর রহমান, বড় হরিশপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনছার আলী, শংকরভাগ রাইচ মিল মালিক সোহরাব আলী,  দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার মফস্বল সম্পাদক সাংবাদিক আল আমিন প্রমুখ।
এর আগে ২খন্ড জমিতে ২০ মিটার করে বিনা ধান-৭ ও বিনা ধান-১৭ হেড টু হেড পদ্ধতিতে চাষকৃত জমিতে ধান কেটে উপস্থিত কৃষকের সামনে ধান পরিমাপ করে বিনা ধান-৭ ১২.৮ কেজি ও ও বিনা ধান-১৭, ১৭.৫ কেজি ফলন পায়। এ সময় উপসহকারি কৃষি অফিসার মোছাঃ ফারহানা ইয়াসমিন বিনা ধান-৭ ও বিনা ধান-১৭ এর ফলনের ভিন্নতা তুলে ধরেন কৃষকের মাঝে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক হাসান, মতিউর, মুশফিকুর রহমান, ইসমাইল হোসেন, আয়চান প্রাং, আব্দুল লতিফ, বাবর আলী, আজিজুল হক, জাহাঙ্গীর আলম, বিপ্লব হক, কামিন, হাসেন, আঃ সালাম, ইসমাইল হোসেন, মামুন আলী, সুমন আলী, শরিফুল ইসলাম, আজিমুদ্দিন, আলী হোসেন, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, আবুল হোসেন, মানিক খান, রুহুল আমিন, আব্দুল বাছেদ, বেলায়েত হোসেন প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য