logo
news image

অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির পাবনা জেলা কমিটি গঠন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বাংলাদেশ অটো মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির বার্ষিক সাধারন সভায় গত ১৬ নভেম্বর পাবনা জেলা কমিটি গঠিত হয়েছে। পাবনার ‘ইভিনিং টাচ চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা সদরের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার।
সভায় পাবনার ইদ্রিস আলী বিশ্বাসকে সভাপতি, ঈশ্বরদীর ফজলুর রহমান মালিথাকে সাধারণ সম্পাদক ও তৌফিকুর রহমান রতনকে সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত করে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ঠ কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে।
এছাড়াও ৭ সদস্য বিশিষ্ঠ বিশিষ্ঠ উপদেষ্টা কমিটিও এসময় গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যরা হলেন, চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, আলহাজ্ব আব্দুল মজিদ, ইমদাদুল হক, এস এম শহিদুল ইসলাম তন্নি, আলহাজ্ব আনোয়ার হোসেন ফকির এবং ফজলুর রহমান ফকির।

সাম্প্রতিক মন্তব্য