logo
news image

নর্থ বেঙ্গল সুগার মিলে ৮ নভেম্বর আখ মাড়াই মৌসুম শুরু হবে

নিজস্ব প্রতিবেদক।।
৮ নভেম্বর শুক্রবার নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৯-২০ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন।
নর্থ বেঙ্গল সুগার মিলের মহা ব্যবস্থাপক (কৃষি) মাজহারুল ইসলাম জানান, চলতি মাড়াই মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলে ২ লক্ষ ৯৬ হাজার  মেট্রিক টন আখ মাড়াই করে ২৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে ৮ নভেম্বর ২০১৯-২০ মাড়াই মৌসুম শুরু হতে যাচ্ছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ।

এবছর ২৪ হাজার একর জমিতে আখের আবাদ রয়েছে। এ বছর বন্যায় প্রায় ৫ হাজার একর জমির আখ ক্ষতিগ্রস্থ হয়। তিনি আরো জানান, নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় এ বছর প্রায় ৪০টি মাড়াই কল চলছে। অভিযান চালিয়ে ৯টি মাড়াই কল জব্দ করা হয়েছে। এ সময় প্রায় ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top