logo
news image

শাবি সমাজকর্ম বিভাগের রজত জয়ন্তী উৎসব ১০ ও ১১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, শাবি।  ।  
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের রজত জয়ন্তী উৎসব ১০ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।  
রজত জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোঃ আব্দুল জলিল জানান, রজত জয়ন্তী উদযাপনের ক্ষেত্রে আমাদের নির্ধারিত তারিখটি সবদিক বিবেচনায় সুবিধাজনক ছিল। কিন্তু ৮ জানুয়ারি সমাবর্তনের আয়োজনের ফলে আমাদের অনুষ্ঠান নিয়ে এক ধরণের অনিশ্চয়তা দেখা দেয়। প্রায় সবার দাবি ছিল সমাবর্তনের পর পরই যাতে আমরা অনুষ্ঠানটি করে ফেলি; এতে এক সাথে দুটি বড় অনুষ্ঠান উপভোগের সুযোগ সৃষ্টি হবে। যদিও আমরা এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের কথা বলে ছিলাম।
গত ২৯ অক্টোবরের সভায় সার্বিক অবস্থা পর্যালোচনা করা হয়। দুটি সম্ভাব্য বিকল্প নিয়েও আলোচনা করা হয়: এক দিন পিছিয়ে ১০ ও ১১ জানুয়ারি অথবা ফেবব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আমাদের অনুষ্ঠান আয়োজন করা।
প্রাক্তন শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে অবশেষে ১০ ও ১১ জানুয়ারি আমাদের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top