logo
news image

শাবি উপাচার্যের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, শাবি।  ।  
শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র  নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটায় উপাচার্যের কার্যালয়ে তারা এই সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শাবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি হোসাইন ইমরান, সহ-সভাপতি আরাফ আহমদ, সাধারণ সম্পাদক মেহেদী কবীর, সদ্য বিদায়ী সভাপতি জিয়াউল ইসলাম, সহ-সভাপতি রিফাত আল মামুন, সাধারণ সম্পাদক জুনেদ আহমদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। পরে নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শাবি ভিসি ও কোষাধ্যক্ষ।
উপাচার্য বিশ্ববিদ্যালয় উন্নয়ন কার্যক্রমে প্রেসক্লাবের সহযোগীতা কামনা করে বলেন, শাবি ক্যাম্পাসকে বিশ্ব দরবারে তুলে ধরতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top