logo
news image

ঈশ্বরদীতে নতুন এমপিও ভূক্ত স্কুল- কলেজের আনন্দ শোভাযাত্রা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে নতুন এমপিও ভূক্ত ৬টি স্কুল- কলেজের শিক্ষক ও শিক্ষার্থিরা আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত করেছে। মুলাডুলি কলেজ, গোপালপুর টেকনিক্যাল বিএম কলেজ, ঈশ্বরদী বিএম কলেজ, মানিকনগর উচ্চ বিদ্যালয়, সাঁড়া গোপালপুর উচ্চ বিদ্যালয় ও শ্যামপুর আলহেরা দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থিরা এই শোভাযাত্রায় অঙশগ্রহন করেন। শোভাযাত্রাটি ঈশ্বরদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসকাব চত্বরে এসে এক পথ সভায় মিলিত হয়। বক্তব্য রাখেন, মুলাডুলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান, অদ্রক্ষ আরজাহাত আলী, প্রধান শিক্ষক মাসুদ রানা, অধ্যক্ষ এনামুল হক, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম ও মাদ্রাসা সুপার সিদ্দিকুর রহমান, এসময় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী দিপু মণি ও স্থানীয় সংসদ সদস্য, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাম্প্রতিক মন্তব্য