লালপুরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক। ।
নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এস,এস,সি/ সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান ও শিক্ষক সহ শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলাতয়াতনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী, নাটোর জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আব্দুর রউফ সরকার,জেলা আওয়ামী লীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার বানু, আওয়ামী লীগ নেতা আঃ সাত্তার হিরু, আতাউর রহমান জার্জিস প্রমুখ ।
সাম্প্রতিক মন্তব্য