logo
news image

গাছের সাথে শত্রুতা

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের লালপুর উপজেলার বাওড়া গ্রামের রুস্তুম আলীর পুত্র রুবেল হোসেনের ১২০টি ফলবতি কূলবরই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতের কোন এক সময় শত্রুতা করে গাছগুলো গোড়া থেকে কেটে ফেলা হয়।
রুবেল হোসেন জানান, এক বছর আগে বাওড়া গ্রামের মাঠে এক বিঘা জমিতে বাউকূল ও আপেল কূল জাতের বরই বাগান করেন তিনি। এবছর গাছ গুলোতে প্রচুর পরিমানে ফুল ও গুটি দেখা দিয়েছিলো কিন্ত ফল পেতে দিলোনা শত্রæরা। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য