logo
news image

লালপুরে বিজয়া পুর্নমিলনী

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের লালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজয়া পুর্নমিলনী ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরন অনুষ্ঠান বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়।
গোপালপুর ঠাকুরবাড়ী  শ্রী লক্ষী নারায়ণ  মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি নিজস্ব অর্থায়নে ৪২ টি পূজা মন্ডপ এলাকার ১৬৮ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরন করেন ও তাদের সাথে কুশলাদি বিনিময় করেন।
পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ভদ্রের সভাপতিত্বে  অনুষ্ঠানে অণ্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কাওছার, লালপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু, লালপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক স্বপন কুমার পাল, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, পূজা উদযাপন পরিষদের নেতা শ্যামলাল ভুটিয়া প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top