logo
news image

লালপুরে পুলিশের হাতে কামড় দিল মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের লালপুরে থানা পুলিশের হাতে কামড় দিয়ে মাদক ব্যাবসায়ীর পালানোর চেষ্টাকালে ইয়াবা ও হিরোইনসহ আটক হয়েছে।
স্থানীয়  ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে লালপুর থানা পুলিশের একটি দল  সোমবার (৩০ সেপ্টেম্বর) লালপুর-বাঘা সড়কে থানার সামনে চেকপোষ্ট বসিয়ে সিএনজি তল্লাশী করতে থাকে। রাজশাহীর বাঘা থেকে আসা একটি সিএনজি তল্লাশীর সময় ২ জন যাত্রী পালানোর চেষ্টা করলে এসআই সেলিম তাদেরকে ধরার চেষ্টা করে। এ সময় যাত্রীবেশী মাদক ব্যবসায়ী তাকে (এসআই সেলিম) কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। তার সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় মাদক ব্যবসায়ী দক্ষিন লালপুরের মৃত নাদের ব্যাপারির ছেলে মোজাফফর হোসেন ফিরোজকে (৩৫) আটক করলেও অপরজন পালিয়ে যায়। কামড়ে আহত এসআই সেলিম লালপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে লালপুর থানায় মামলা হয়েছে। মামলা নং ৫৬, তাং ৩০/০৯/১৯।
এ ব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার পুলিশের হাতে কামড় দিয়ে আসামী পালনোর চেষ্টা করলেও তাকে গ্রেফতার করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য