logo
news image

বিশ্বভ্রমণের ১৩৫ তম দেশ কোস্টারিকা

নাজমুন নাহার সোহাগী।  ।  
সাগর-মহাসাগর, নদী, পর্বত, শহর, বন্দর, নগর সবকিছু পেরিয়ে এই মুহূর্তে কোস্টারিকার অপূর্ব এক শামুক-ঝিনুকের সমুদ্র সৈকতে অবস্থান করছি। এটি আমার বিশ্বভ্রমণের ১৩৫ তম দেশ। কোস্টারিকা পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গায় অবস্থিত যার এক পাশে রয়েছে ক্যারিবীয় অন্য পাশে প্যাসিফিক সমুদ্র। আমি সেই ভূখণ্ডের প্যাসিফিকের 'কনচাল' সৈকতে দাঁড়িয়ে আছি মাথায় লাল-সবুজের পতাকা বেঁধে। আমার পায়ের নিচে যা দেখা যাচ্ছে তা কিন্তু সৈকতের মাটি নয়, সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা শামুক-ঝিনুকের আর ছোট ছোট পাথর কণার স্তর। আর তার জন্য এই সৈকতটি খুব বিখ্যাত। সৈকত থেকে কিছু শামুক- ঝিনুক আমি কুড়িয়েছি সংগ্রহে রাখার জন্য। এখানে এমন কিছু শামুক-ঝিনুক দেখেছি যেটার গায়ের রং দেখতে জুপিটার প্লানেটের গায়ের রং এর মত, আবার কিছু কিছু ভিন্ন ভিন্ন রং বহন করছিল। এত অপূর্ব। এখানে আসার জন্য ব্রাসিলিতো নামে একটা ছোট্ট নদী পার হয়ে আসতে হয়েছে, সেই নদীর এক পাশ দিয়ে কোমর সমান পানিতে নেমে হেঁটে এখানে আসতে হয়েছে। সন্ধ্যায় 'কনচাল' সৈকত থেকে ফেরার সময় অনেকেই সাঁতার কেটে কিংবা গলা সমান পানিতে ডুবে ব্রাসিলিতো নদী পার হয়ে ব্রাসিলিতো নামক টাউনে ফিরতে হয়, কারণ সন্ধ্যার সময় সমুদ্রের উত্তাল ঢেউয়ের জন্য নদীতে প্রচুর পানি চলে আসে।
একটু কোনায় দুর্গম জায়গায় পড়েছে সৈকতটি। পৃথিবীর সব দুর্গমই আমার কাছে অপূর্ব সুন্দর। তাই আমিও ব্রাসিলিতো নদী পার হয়ে গিয়েছি কনসাল সমুদ্র সৈকতে।
(১৩৫ তম দেশ কোস্টারিকার ডায়েরি থেকে)। -ফেসবুক থেকে

সাম্প্রতিক মন্তব্য

Top