logo
news image

লালপুরে দিন ব্যাপী সমবায় প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের লালপুর উপজেলা সমবায় কার্যালয়ের ব্যবস্থাপনায় দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষন আয়োজন করা হয়।
লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সমবায় কর্মকর্তা মো: আদম আলীর সভাপতিত্বে প্রধান অতিথী লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি প্রশিক্ষনের উদ্বোধন করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও নাটোর জেলা সমবায় অফিসের পরিদর্শক ইবনে জামান মো: ফয়জুল কবীর।প্রশিক্ষনে বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি বক্তব্যে বলেন, বাল্য বিয়ে, যৌতুক, মাদক, জঙ্গী বিরোধী কাজে সমবায়ীদের এগিয়ে আসতে হবে।সমবায়ীরা একটু সচেতন হলে সমাজের ঘৃণিত কাজ গুলো যেমন কমে আসবে, পাশাপাশি স্বনিরর্ভরতা অর্জন করবে এলাকার নিম্নশ্রেনীর মানুষগুলো। আর এটা সম্ভব হলে দেশ ও জাতিরও উন্নয়ন হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top