শাবিতে সমাজকর্ম বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে লেখা আহবান
নিজস্ব প্রতিবেদক, শাবি। ।
সমাজকর্ম বিভাগ কর্তৃক আয়োজিত দুইদিন ব্যাপী রজতজয়ন্তী উৎসব আগামী ২০২০ সালের জানুয়ারি মাসের ৯ ও ১০ তারিখ অনুষ্ঠিত হবে।
২৫ বছর পূর্তি উপলক্ষে স্যুভেনির প্রকাশ করা হবে। স্যুভেনির-এ সমাজকর্ম বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিকট থেকে লেখা আহ্বান করা হয়েছে।
লেখার বিষয়: প্রবন্ধ, গল্প (সর্বোচ্চ ৬০০ শব্দ), কবিতা, স্মৃতিচারণ, রম্য রচনা ইত্যাদি। বাংলায় লেখার ক্ষেত্রে বিজয় কি-বোর্ডের ফন্ট ব্যবহার করতে হবে।
লেখা জমাদান: সকল লেখা ইমেইল এড্রেস scw.student.use@gmail.com- এ পাঠাতে হবে। মোবাইল যোগাযোগ: ০১৭১২৮১৮০১০। লেখা জমাদানের শেষ সময়: ৩১ অক্টোবর, ২০১৯।
রজতজয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন ফি দেশে অবস্থানরত শিক্ষার্থীরা এককভাবে অংশগ্রহণের জন্য দুই হাজার টাকা, কপোল ৩ হাজার টাকা ও বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ১০০ ডলার (ইউএসডি) হিসেবে রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে। এছাড়া কোনো শিক্ষার্থী দশ হাজার টাকা বা তার বেশি প্রদান করলে তাকে এলামনাই কন্ট্রিবিউটর হিসাবে গণ্য করা হবে।
রজতজয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
সাম্প্রতিক মন্তব্য