logo
news image

বাগাতিপাড়ায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া।।
নাটোরের বাগাতিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্র্গা পূজা উদযাপনে এক প্রস্তুতি সভা রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বড়াল সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) উম্মুল বানীন দ্যুতি’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ওসি সিরাজুল ইসলাম শেখ, আনসার ভিডিপি অফিসার তরুণ কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক পুলক কুমার রায়, প্রেসক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন প্রমুখ। সভায় উপজেলার মোট ২৫ টি মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারন সম্পাদক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সূধীজন অংশ নেন।

সাম্প্রতিক মন্তব্য

Top