logo
news image

বড়াইগ্রামে রিভলবারসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম।।
নাটোরের বড়াইগ্রাম থেকে রিভলবারসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন রাজশাহী শহরের হাদির মোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম প্রিন্স (৩২) ও আতিকুর রহমান ভূঁইয়ার ছেলে বেলাল হোসেন ভূঁইয়া (২৭)।
র‌্যাব-৫ এর এসআই মাহমুদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশেদুলকে আট করা হয়। পরে তার সহযোগি বেলাল ভূঁইয়াকে আটক করতে গেলে সে পুকুরে ঝাপ দেয়। পরে কয়েকজন র‌্যাব সদস্য পুকুরে নেমে বেলালকে আটক এবং একটি রিভলভার উদ্ধার করে।

সাম্প্রতিক মন্তব্য

Top