logo
news image

শাবির মিউজিক্যাল ক্লাব রিমের কনসার্ট ২৭ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, শাবি।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মিউজিক্যাল ক্লাব ‘রিম' (রোকন ইফতেখার মেমোরিয়াল) এর উদ্যোগে  Noise Of Thunder শিরোনামে আগামী ২৭ সেপ্টেম্বর এক কনসার্ট অনুষ্ঠিত হবে।
 শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠন থেকে প্রেরিত এক প্রেস বিঙ্গপ্তির মাধ্যমে এ তথ্য জানান সভাপতি হাসান মাহমুদ রাপ্পী।
তিনি আরো জানান, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে আয়োজিত এ কনসার্টে থাকছে দেশের জনপ্রিয় ব্যান্ড Mechanix, Trainwreck এবং  Aftermath। সেই সাথে রিম মিউজিক্যাল ক্লাবের পারফরমেন্স থাকবে। এই কনসার্টটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সাম্প্রতিক মন্তব্য

Top