শাবি সমাজকর্ম বিভাগের সিলভার জুবিলী উপলক্ষে ঢাকায় সভা
নিজস্ব প্রতিবেদক, শাবি।।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সিলভার জুবিলী উপলক্ষ্যে শনিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর প্রাণীসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সমাজকর্ম এলামনাই এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শামীম এর সঞ্চালনায় সহ-সভাপতি মোশারফ হোসেন, প্রকাশনা সম্পাদক মো: আব্দুর রশিদ খান রাশেদ ও এলামনাইবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আয়োজনের সদস্য সচিব অধ্যাপক আব্দুল জলিলের উপস্থিতিতে প্রস্তাব আকারে কিছু সুপারিশ গৃহীত হয় :
১. অনুষ্ঠানের তারিখ ১৩-১৪ ডিসেম্বর শিফট করা।
২. রেজিষ্ট্রেশন এর সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত সীমাবদ্ধ রাখা।
৩. রেজিষ্ট্রেশন ফি কমানোর বিষয় পুন: বিবেচনা করা। সদ্য গ্রাজুয়েটদের জন্য প্রয়োজনে ফ্রি রাখা।
৩. রেজিস্ট্রেশন কমিটিকে আরও সক্রিয় হওয়া এবং ব্যাচ প্রতিনিধিদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা। এ জন্য মূল কমিটির সম্মানিত সকল সদস্যগণকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন।
৪। পূর্ণাঙ্গ প্রোগ্রামের আউটলাইনসহ একটা বিস্তারিত শিডিউল আগামী এক সপ্তাহের মধ্যে গ্রুপের পেজে আপলোড করা।
সভায় এলামনাই এসোসিয়েশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়।
সাম্প্রতিক মন্তব্য