শাবিতে ব্রাহ্মণবাড়িয়া এসোসিয়েশনের কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, শাবি।।
দীর্ঘ ১ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের লুথা সেভেন চত্ত্বরে এই কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন, রাকিবুল কবির (নৃবিজ্ঞান বিভাগ) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ,কামরুল ইসলাম (ইংরেজি বিভাগ)।
এছাড়া সহ সভাপতি হিসেবে আছেন, এনামুল হক সোহাগ, মৌসুমি রানী দেব, তন্ময় সাহা এবং আনোয়ার হোসেন অনিক। যুগ্ম সম্পাদক হিসেবে আছেন, সাফিন আহমেদ, শাহনেওয়াজ, আশিকুর রহমান, পরশ খান ও তরিকুল ইসলাম রুমেল ।
সভাপতি রাকিবুল কবির বলেন, পূর্বে যে কমিটি ছিল তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে আগামীতে আরো ভালভাবে কাজ করে যাবার চেষ্টা করব আমরা ।
কমিটি ঘোষণা কালে উপস্থিত ছিলেন ,আব্দুল্লাহ আল রোমান, মহিবুল ইসলাম সজল, আয়াতুল হাসান, রায়হান ভূইয়া, হাসিবুর রহমান, হাসান ঠাকুর, রাশেদুল হাসান, শাহানাজ নিলাসহ আরো অনেকে।
সাম্প্রতিক মন্তব্য