logo
news image

লালপুরে মাথাবিহীন মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদী থেকে হাত-পা-মাথাবিহীন অজ্ঞাত পরিচয় একটি মরদেহ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নিচে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের নিচে পদ্মা নদীতে হাত-পা-মাথাবিহীন একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি জানালে লালপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটি দীর্ঘদিন পূর্বের হওয়ায় পুরুষ নাকি মহিলা বোঝা কষ্টসাধ্য। তবে শারীরিক গঠনাকৃতি দেখে মনে হচ্ছে পুরুষ।
ঘটনা সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশের এস আই সেলিম উদ্দিন জানান, স্থানীয়দের খবরের প্রেক্ষিতে নদী থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দীর্ঘদিন পূর্বের মরদেহ, সেই সাথে হাত-পা-মাথাবিহীন হওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি।

সাম্প্রতিক মন্তব্য

Top