logo
news image

১৬ বছর পর বাঘায় ৪টি ইউপিতে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, বাঘা (রাজশাহী)।।
১৬ বছর পর আগামী ১৪ অক্টোবর রাজশাহীর বাঘা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা নির্বাচন কমিশন উপজেলার বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে।
বাঘা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সীমানা জটিলতার কারণে দীর্ঘ ১৬ বছর বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ ছিল। সকল জল্পনা কল্পনা শেষে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ চারটি ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১২ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৪ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাঘা উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। ৪ সেপ্টেম্বর থেকে প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবে।

সাম্প্রতিক মন্তব্য

Top