logo
news image

লালপুরের বঙ্গবন্ধুর সাহাদৎ বার্ষিকীর আলোচনা ও কাঙ্গালীভোজ

নিজস্ব প্রতিবেদক।।
বঙ্গবন্ধুর সাহাদৎ বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার মুরদহ গ্রামে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হাফিজ-নাজনিন ফাউন্ডেশন শুক্রবার (৩০ আগস্ট)  দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও ঢাকা জেলার পুলিশ সুপার (সম্প্রতি ডিএমপির যুগ্ম কমিশনার পদে পদন্নোতি প্রাপ্ত) শাহ মিজান শাফিউর রহমান। এছাড়া ফাউন্ডেশনের সহসভাপতি আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউছুফ হোসেন, নর্থবেঙ্গল সুগার মিলের সাবেক সিবিএ সভাপতি আব্দুর রউফ, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মাষ্টার, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
শাহ মিজান শাফিউর রহমান তাঁর বক্ততায় বলেন, বঙ্গবন্ধু সবার। বঙ্গবন্ধুকে নিয়ে শুধু শহরের সভা সমাবেশে আলোচনা করলেই হবে না। তাঁকে নিয়ে নিভৃত গ্রামেও আলোচনা করতে হবে। তবেই গ্রামের মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করতে উদ্বুদ্ধ হবে। সভা শেষে প্রায় চার হাজার মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top