logo
news image

গোপালপুর কলেজে অনার্স কোর্সে ভর্তি শুরু ১ সেপ্টেম্বর

গোপালপুর কলেজে অনার্স কোর্সে ভর্তি শুরু ১ সেপ্টেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গোপালপুর ডিগ্রী কলেজ গোপালপুর, লালপুর, নাটোর -এ অনার্স কোর্সে নিম্নলিখিত বিষয়ে ভর্তির জন্য ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে।
★ বিষয় সমূহ:
১. প্রাণিবিদ্যা
২. বাংলা
৩. রাষ্ট্রবিজ্ঞান
৪. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
৫. হিসাববিজ্ঞান।
★ কলেজের প্রয়োজনীয় তথ্যাদি:
কলেজ কোড - ২৩১০
EIIN - 124114
e- mail - gdcnat@gmail.com
Phone - 0772575013
Mobile - 01718876142; 01717523499;
01751072809;
★ বিশেষ দ্রষ্টব্য : বিস্তারিত জানতে কলেজ কর্তৃপক্ষের সাথে উপরোল্লিখিত মাধ্যমে যোগাযোগ করতে বলা হলো।

সাম্প্রতিক মন্তব্য

Top