logo
news image

লালপুরে জন্মাষ্টমী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার ধুপইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৯টায় উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল মন্দির থেকে ধুপইল হিন্দু কল্যান পরিষদের আয়োজনে এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গনে ধুপইল হিন্দু কল্যান পরিষদের সভাপতি চিত্তরঞ্জন কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর থানার ওসি সেলিম রেজা, বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, তামালতলা কৃষি ও কারিগরী কলেজের অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডুসহ, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরী আলম সিদ্দিকী। এ সময় বাগাতিপাড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, লালপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুল আলম,  স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top